শনিবার, ১৮ মে, ২০২৪
ঢাকা শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
The Daily Post

সন্দ্বীপে ডাকাতি করা স্বর্ণালংকারসহ পাঁচ ডাকাত গ্রেপ্তার 

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

সন্দ্বীপে ডাকাতি করা স্বর্ণালংকারসহ পাঁচ ডাকাত গ্রেপ্তার 

সন্দ্বীপে গত ১৪ মার্চ রাতে বাউরিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এটিএম শামসুল আলমের বাড়ির আকতার হোসেন মামুনের ঘরে ডাকাতির ঘটনায় পুলিশ এ পর্যন্ত এফআইআরভুক্ত ৭ আসামিকে গ্রেপ্তার করেছে। সর্বশেষ গত শনিবার সীতাকুণ্ড থানার ভাটিয়ারী থেকে র্যাবের সহযোগিতায় ডাকাত দলেন তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তাররা হলেন, প্রাথমে আটক করা হয় কালাপানিয়া ৮নং ওয়ার্ডের মৃত মনির উদ্দিনের ছেলে রুবেলকে তার দেয়া তথ্যমতে চট্টগ্রামের ফিরিঙ্গি বাজার হতে আটক করা হয় মগধরা ৬নং ওয়ার্ডের শফিউল্লাহর ছেলে মিজানুর রহমান ও উড়িরচর ৬নং ওয়ার্ডের বাহারের ছেলে সিরাজকে।

গ্রেপ্তার তিনজন জিজ্ঞাসাবাদে মুছাপুরের ধোয়ার হাট থেকে একটি স্বর্ণের দোকান থেকে ডাকাতি করা ৯ ভরি ২ আনা  স্বর্ণালংকার, (যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা)  একটি মোটরসাইকেল, বেশ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করেছে। এছাড়া বিপুল পরিমাণ ডাকাতির সরঞ্জামাদি, ডাকাতির পরিকল্পনাকালীন যেসব মোবাইল ফোনে কথা বলেছে ডাকাতেরা সেগুলোও জব্দ করে পুলিশ। 

গ্রেপ্তার আসামি রুবেলের বিরুদ্ধে চন্দনাইশ, হাটহাজারী, হালিশহর, মিরসরাই, সীতাকুণ্ড থানায় মোট ২২টি মামলা রয়েছে, সিরাজের নামে বিভিন্ন থানায় ৮ টি ও নিজামের নামে ৩ টি মামলা রয়েছে। 

এদিকে রোববার (২১ এপ্রিল) গ্রেপ্তার ডাকাতদের ডাকাতির সরঞ্জামাদিসহ গণমাধ্যমের সামনে হাজির করে সন্দ্বীপ থানা পুলিশ। এ উপলক্ষে সন্দ্বীপ থানার ওসি মো. কবির হোসেন প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের জানান রমজানের শুরুতে বাউরিয়া ইউনিয়নে ডাকাতি হওয়ার পর থেকে ডাকাত দলকে ধরতে আমরা অভিযান শুরু করি। আটকদের জিজ্ঞেসাবাদ করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হবে।

টিএইচ